বিশেষ প্রতিবেদক,সদর(১৭ মে) :: কক্সবাজার সদরের জালালাবাদ থেকে শতাধিক পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
১৭ মে রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক বর্ণিত ইউনিয়নের খামার পাড়ার মৃত মোস্তফা কামালের পুত্র নবী হোসেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটকের সময় নবী হোসেন ইয়াবা বেচাবিক্রির জন্য কোনা পাড়া সড়কে অবস্থান করছিল।
গোপন সূত্রে খবর পেয়ে তদন্ত কেন্দ্রের এএসআই মহিউদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ইয়াবাসহ আটক করে।
ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খায়রুজ্জামান তাকে আটকের সত্যতা নিশ্চিত করেন এবং সংশ্লিষ্ট মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান।
এদিকে তার আটকের খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে ইয়াবা ব্যবসা করে আসলেও ধরাছোঁয়ার বাইরে ছিল।
অবশেষে পুলিশের হাতে আটক হওয়ায় স্থানীয়রা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে।
Posted ২:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta