শাহিদ মোস্তফা শাহিদ, সদর(১৯ জানুয়ারী) :: কক্সবাজার সদরের পিএম খালীতে অজ্ঞাত নামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
১৯ জানুয়ারী দুপুর সাড়ে বারটার দিকে এ মৃতদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ইউনিয়নের মুহসিনিয়া পাড়ার হাঙর ঘাটস্থ বাঁকখালী নদীর মোহনায় যুবকটির মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় তারা।পরে স্থানীয়দের সহযোগিতায় লাশ কোলে তোলে আনা হয়।
প্রত্যক্ষদর্শী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ বি কম জানান, মৃতদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে কোলে তোলে আনে।পরে পুলিশকে জানানো হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া জানান,খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।সুরহতাল রিপোর্ট তৈরী করে মর্গে নিয়ে আসা হয়েছে।
Posted ৩:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta