শাহিদ মোস্তফা শাহিদ,সদর(১৪ মে) :: কক্সবাজার সদরের পোকখালীতে পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৪ মে সকাল ৭টা ২০ মিনিটের দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে ইউনিয়নের নাইক্ষ্যংদিয়া এলাকায়। নিহত শিশু একই এলাকার ফকির মোহাম্মদের পুত্র আবদুল্লাহ দেড় বছর বলে জানা গেছে।
পারিবারিক সুত্রে জানা যায়, সবার অজান্তে আবদুল্লাহ পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষন খোঁজাখুজি করে না পেয়ে এক পর্যায়ে পুকুরে ভেসে উঠে। পরিবারের সদস্যরা দ্রুত ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
একই দিন সকাল ১১ টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। শিশু আবদুল্লাহর অকাল মৃত্যুতে পরিবার আত্বীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছাঁয়া বিরাজ করছে।
Posted ৫:৫৯ অপরাহ্ণ | রবিবার, ১৪ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta