শাহিদ মোস্তফা শাহিদ,সদর(৩১ ডিসেম্বর) :: কক্সবাজার সদরের উপকূলীয় ইউনিয়ন পশ্চিম পোকখালী মহেশখালী চ্যানেলের পাশাপাশি স্লুইচ গেইট সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের খাল দখল করে চিংড়ি ঘের নির্মান কাজ অব্যাহত রয়েছে। এতে বর্নিত ইউনিয়নের পশ্চিম পোকখালী মালমুরা পাড়ায় প্রায় এক হাজার একর জমিতে লবন চাষ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
শনিবার দুপুরে পশ্চিম পোকখালী মালমুরা পাড়া বেড়ীবাঁধ এলাকায় এলাকাবাসী, পুলিশ ও পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্টরা এ কাজ বন্ধ করে দিলেও আজ রবিবার আবার পুনঃদখলের খালের মুখে বাঁধ নির্মান শুরু করেছে ঐ প্রভাবশালী মহলটি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন আর- ৪নং স্লুইচ গেইট দিয়ে সাগর চ্যানেল থেকে লবনাক্ত পানি প্রবেশ করিয়ে প্রায় ১০০০ একর জমিতে বর্ষায় চিংড়ি চাষ ও শুষ্ক মৌসূমে লবন চাষ হয়ে আসছে।
এর মাধ্যমে ফরাজী ঘোনা, নতুন ঘোনা, বাইদ্যা ঘোনা, তেইক্কা বিল এবং মুছুর বিল ঘোনার বিশাল এলাকায় লবন ও চিংড়ি চাষ করে এলাকার পাঁচ শতাধিক লোক জীবিকা নির্বাহ করে আসছে।
কিন্তু সম্প্রতি উক্ত স্লুইচ গেইট মুখের সরকারী খাল দখল করে চিংড়ি ঘের নির্মান শুরু করে স্থানীয় নুরুচ্ছফা, ছৈয়দ নূর, নূরুল আবছার ও হারুনের নেতৃত্বাধীন সিন্ডিকেট। এ খাল দখল হয়ে গেলে উপরোক্ত এলাকায় লবন ও চিংড়ি চাষ বন্ধ হয়ে যাওয়ার আশংকা দেখা দিলে এলাকাবাসী এতে বাধা দেয়। কিন্তু তাতে কর্ণপাত না করে কাজ অব্যাহত রাখে অভিযুক্তরা।
অবশেষে চাষীদের অভিযোগের প্রেক্ষিতে গত শনিবার দুপুরে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।
পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন পানি ব্যবস্থাপনা উন্নয়ন দলের সদস্যবৃন্দ, লবন-চিংড়ি চাষী ও এলাকাবাসী এসময় পুলিশের সাথে ছিলেন। কিন্তু রবিবার সকাল থেকে রীতিমত রণপ্রস্তুতি নিয়ে আবারো কাজ শুরু করেছে তারা। এতে প্রায় ৫০০ পরিবারের জীবন জীবিকা হুমকির মুখে পড়েছে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার লুৎফর রহমান লুতু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরকারী উক্ত খাল অবৈধভাবে দখল হয়ে গেলে প্রায় এক হাজার একর জমিতে লবন চাষ বাধাগ্রস্ত হবে।
তবে অপর একটি সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের কয়েক অসাধু কর্মকর্তার সাথে সিন্ডিকেটের দফারফা হয়েছে। তারা বিষয়টি জানার পরও কোন ব্যবস্থা নেয়নি।
অভিযোগের ব্যাপারে পাউবো কক্সবাজারের পরিচালক ছবিবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনিও বিষয়টি শুনেছেন বলে জানান।
Posted ৯:৫৪ অপরাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta