শাহিদ মোস্তফা শাহিদ,সদর(২৯ মে) :: চৌফলদন্ডীর সৌদি ফেরত যুবক নবী হোছাইনের মৃত্যু রহস্য শেষ হচ্ছেই না। তার মৃত্যুটি স্বাভাবিক নাকি পরিকল্পিত হত্যার শিকার তা উদঘাটন না হলেও ব্যাপারটি এখন লোকমুখে ব্যাপক চাউর হচ্ছে।
প্রাপ্ত তথ্যে প্রকাশ, ব্যাপক রাখঢাকের মাধ্যমে চৌফলদন্ডী নতুন মহালে রোববার সকালে নবী হোছাইনের দাফন কাজ সম্পন্ন করা হয়। তিনি ঐ এলাকার মৃত আবদুল জব্বারের পুত্র বলে জানা গেছে। তার মৃত্যুর পুরো বিষয়টি রহস্যজনক বলে ধারণা এলাকাবাসীর।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন ভোরে একটি পিকআপ ভ্যানে তার লাশ বোঝাই করে ঈদগাঁও থেকে নিয়ে যাওয়া হচ্ছিল নতুন মহালে। যে গাড়ীতে তার লাশ তোলা হয়েছিল ঐ গাড়ীতে তার কোন স্বজন না থাকায় রহস্যের ডালপালা ক্রমশঃ বিস্তার লাভ করছে। গাড়ীটি গন্তব্যস্থলে পৌঁছার পূর্বেই নতুন এক মর্মান্তিক ঘটনার জন্ম দেয়।
ঈদগাঁও চৌফলদন্ডী সড়কের জালালাবাদ শুক্কুরের দোকান এলাকায় লাশবাহী এ গাড়ীটি পৌঁছলে এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশর্^স্থ দোকানের সম্মুখে খেলারত শিশুদের উপর সওয়ার হয়। এতে ঘটনাস্থলে এক স্কুল পড়–য়া শিশু নিহত ও অপর কয়েকজন আহত হয়েছে।
তাৎক্ষণিক উপস্থিত লোকজন গাড়ীটি থামিয়ে এর চালক সিরাজুল হককে মারধর করে বেঁধে রাখে। সে মধ্যম শিয়াপাড়ার তজুমদ্দিনের পুত্র। এর কিছুক্ষণের মধ্যে ৩টি মোটর সাইকেল যোগে ৬ জন যুবক এসে লাশটি নিয়ে দ্রুত চলে যায়। তবে এরা কারা উপস্থিত লোকজনের কেউ তা বুঝে উঠতে পারেননি।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন গাড়ীতে রাখা লাশের ব্যাপারে জানতে চাইলে সে একেকবার একেক জায়গা থেকে লাশটি তার গাড়ীতে তুলেছে বলে তাদের জানায়। তবে তা সন্তোষজনক নয় বলে মনে করেন তারা।
এদিকে সড়ক দূর্ঘটনার খবরে অকূস্থলে পৌঁছে ঈদগাঁও তদন্ত কেন্দ্র এএসআই পেয়ার উদ্দীন ও মহি উদ্দীন বেঁধে রাখা গাড়ীর চালককে আটক ও গাড়ীটি জব্দ করেন। লাশটির ব্যাপারে পুলিশের জিজ্ঞাসাবাদেও সে কয়েক রকম কথা বলে। অন্য একটি সূত্রমতে, নিহত নবী হোছাইনের মাথায় গুলির আঘাত ছিল।
অপর সূত্রমতে, ঘটনার আগের দিন ঐ যুবক ঈদগাঁও দরগাহ গেইট এলাকার তার এক নিকটাত্মীয়ের বাড়ীর ছাদ থেকে পড়ে মারা যায়। তবে নির্ভরযোগ্য সূত্র এতে যথেষ্ট সন্দেহের কারণ রয়েছে বলে মনে করছেন। অসমর্থিত এক সূত্র তার মৃত্যুর পেছনে ভাবীর হাত থাকতে পারে বলে দাবী করছে।
স্থানীয় সচেতন মহলের মতে, তার মৃত্যুর পুরো ব্যাপারটি জনমনে ব্যাপক রহস্য ও প্রশ্নের উদ্রেক করছে।
তদন্ত কেন্দ্র ইনচার্জ মো. খায়রুজ্জামান জানান, লোকটি তার আত্মীয়ের ছাদ থেকে পড়ে মারা গেছে বলে তাদের কাছে খবর এসেছে। অন্য কোন কারণ সম্পর্কে তারা অবহিত নন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
Posted ১১:৩৮ অপরাহ্ণ | সোমবার, ২৯ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta