শাহিদ মোস্তফা শাহিদ,সদর(৭ আগষ্ট) :: কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে যুবলীগের রাজনীতিতে আসতে মরিয়া হয়ে উঠেছে বিভিন্ন অপকর্মের হোতারা। এমন গুঞ্জনে প্রকৃত বঙ্গবন্ধু সৈনিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও চাপা ক্ষোভ বিরাজ করছে। তাদের হাতে গুরু দায়িত্ব তুলে দিলে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্নসহ আরো বেপরোয়া হয়ে উঠবে বলে জানান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসীরা।
ইতিমধ্যে ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সম্পাদক হতে একাধিক প্রার্থী হওয়ায় নিজেরা লটারীর মাধ্যমে নেতা হতে উপজেলা যুবলীগের কাছে ধরণা দিচ্ছে বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, দীর্ঘদিন ধরে বিলুপ্ত ইসলামপুর ইউনিয়ন যুবলীগের দায়িত্ব নেওয়ার জন্য এলাকার একটি সংঘবদ্ধ চক্র জোর তদবির শুরু করে দিয়েছে। তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে ছিনতাই, ভাঙচুর, হামলা, পাহাড় দখলসহ অহরহ মামলা ও অভিযোগ রয়েছে। দলীয় সূত্রে জানা যায়, গত বছর সদর উপজেলা যুবলীগের বর্ধিত সভায় জেলা সভাপতির নির্দেশক্রমে উক্ত ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করে।
এর পর থেকে দলীয় কর্মকান্ড একেবারে বন্ধ হয়ে যায়। দায়িত্ব দেওয়ার জন্য কাউকে খুঁজে পাওয়া যায়নি। হঠাৎ এমন দৌড়ঝাপে স্থানীয়দেরকে ভাবিয়ে তুলেছে। অনেকেই জানান, সম্প্রতি খুটাখালী এলাকায় বসতবাড়ী ভাঙচুর ও পাহাড় দখল নিয়ে সংঘটিত একটি মামলায় আসামী করা হয়েছে ইসলামপুরের একাধিক ব্যক্তিকে।
ঐ মামলার এজাহারে নাম রয়েছে যুবলীগে আসতে মরিয়া ২ ব্যক্তির। এর পরপরই ৩ লক্ষ টাকা লুট ও মোটর সাইকেল ভাঙচুরের অপর একটি মামলা হয় চকরিয়া থানায়। এ দুটি মামলায় তাদের নাম থাকায় ফায়দা হাসিলের জন্য ধুমকেতুর মত যুবলীগের রাজনীতির হাল ধরতে মরিয়া হয়ে উঠেছে যা স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জনৈক আওয়ামীলীগ নেতা জানান দুঃসময়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। হঠাৎ কয়েকটি মামলা দায়ের হওয়ায় আকষ্মিক যুবলীগের মত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠনে আসতে মরিয়া হয়ে উঠেছে। তাদের হাতে দায়িত্ব দেওয়া হলে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্নসহ বহু অপকর্মে জড়িয়ে পড়বে বলে জানান তিনি।
জামায়াত-বিএনপি অধ্যুষিত ইসলামপুর ইউনিয়নে সৎ, মেধাবী, যোগ্য নেতাদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার জন্য উপজেলা ও জেলা যুবলীগের হস্তক্ষেপ কামনা করেন দলীয় নেতাকর্মীরা।
এ বিষয়ে সদর যুবলীগের এক নেতার সাথে কথা হলে তিনি বলেন, সৎ, যোগ্য ও দলের জন্য নিবেদিত প্রাণ ব্যক্তিদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে।
Posted ১০:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta