শাহিদ মোস্তফা শাহিদ,সদর(৪ আগষ্ট) :: সদরের ইসলামাবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রি গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ৪ আগষ্ট বিকাল ৫টার দিকে এ ঘটনাটি ঘটে ইউনিয়নের দক্ষিণ খোদাইবাড়ী এলাকায়।
আহত জুনাইদ ২ সন্তানের জনক ও স্থানীয় এক ব্যক্তির কলোনীতে বসবাস করত বলে জানা গেছে। তবে সে বহিরাগত হিসাবে উক্ত এলাকায় বসবাস করে রাজমিস্ত্রির কাজ করে আসছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় শাহ আলম সওদাগর নামে এক ব্যক্তির বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবস্থায় ১১ হাজার কেভি লাইনের সাথে সর্ট লেগে গুরুতর আহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষনিক ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে আশঙ্কাজনক হওয়ায় তাকে সদর হাসপাতালে প্রেরণ করে। স্থানীয় এমইউপি আবুবক্কর ছিদ্দিক বান্ডি ঘটনাটি শুনেছেন বলে জানান।
Posted ১০:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta