এম আবু হেনা সাগর,ঈদগাঁও(১০ জুন) :: কক্সবাজার সদর উপজেলার উপকূলীয় ইউনিয়ন চৌফলদন্ডীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, ৯ জুন দিবাগত রাত আনুমানিক বারটার দিকে ইউনিয়নের নতুন মহাল এলাকার স্থানীয় এক মাদ্রাসা সংলগ্ন স্থানে সাইফুল নামের এক যুবক ছুরিকাহত হন। রাত আনুমানিক তিনটারদিকে কক্সবাজার শহরস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত সাইফুল ইসলাম নতুন মহাল আদর্শ পাড়ার বদিউর রহমানের পুত্র ও স্থানীয় রহমানিয়া মাদ্রাসার শিক্ষক বলে জানা যায়।
তবে স্থানীয় লোকজনের মতে, জমিজমা বিরোধকে ঘিরে একই এলাকার মতুর্জার ছেলে শাহাব উদ্দিনের নেতৃত্বে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।
এব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামান দেশ-বিদেশের এ প্রতিনিধিকে মুঠোফোনে উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অপরদিকে সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম আমির জানান- নিহত সাইফুল তার মামাত ভাই। এ পবিত্র রমজান মাসে ছুরিকাঘাতের মত জগন্যতম ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি প্রকৃত অপরাধীদের গ্রেফতার করার জোর দাবী জানান।
আবার চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনিও- নতুন মহাল এলাকায় ছুরিকাঘাতে সাইফুল নামের যুবক নিহত হয়েছেন বলে জানান।
উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে ঈদগাঁও বাজার এলাকায় কিছু উৎশৃঙ্খল যুবক কর্তৃক দিবালোকে ছাত্রলীগের একনেতার উপর অতর্কিত হামলা চালায়।
উক্ত ঘটনায় ৪জনের বিরুদ্ধে মামলা হলেও একজন আটক, অপরাপর আসামীরা পলাতক রয়েছে বলে জানা যায়। আবার জালালাবাদ মিয়াজী পাড়া এলাকায় এক যুবককে ছুরিকাঘাত করে কথিত আরেক যুবক।
ছুরিকাহত যুবকটি বর্তমানে চমেকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে পারিবারিক সূত্রে প্রকাশ।
Posted ৫:১৬ অপরাহ্ণ | শনিবার, ১০ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta