এম আবু হেনা সাগর,ঈদগাঁও(৯ জুলাই) :: কক্সবাজার সদর উপজেলার উপকূলীয় ইউনিয়ন চৌফলদন্ডীতে ফের যুবককে ছুরিকাঘাতের খবর পাওয়া গেছে। জানা যায়, ইউনিয়নের কালু ফকির পাড়া নামক এলাকায় অর্থ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মুঠোফোনে ডেকে নিয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
৯ জুলাই দুপুর আনুমানিক বারটার দিকে চৌফলদন্ডী কালু ফকির পাড়ার জৈনক এক যুবক নতুন মহাল এলাকার ছৈয়দ আহমদের পুত্র প্রবাসী ছৈয়দ করিমকে মুঠোফোনে ডেকে নিয়ে কালু ফকির পাড়া এলাকায় তার শরীরের বিভিন্ন স্থানে ৪/৫টি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজনরা আহত হওয়া ছৈয়দ করিমকে উদ্ধার করে কক্সবাজার ডিজিটাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এব্যাপারে আহতের নিকট আত্মীয় ও চৌফলদন্ডী ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দীন উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অপরদিকে ইউপি চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল ছুরিকাঘাতের ঘটনা শুনেছেন বলে জানান।
এদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামান ছুরিকাঘাতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন এ প্রতিনিধিকে।
উল্লেখ্য যে, গত প্রায় মাসাধিক পূর্বে একই এলাকায় সাইফুল ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষককে নির্মম ভাবে ছুরিকাঘাত করে খুন করে। আবারও উক্ত স্থানে প্রবাসী যুবককে ছুরিকাঘাতের ঘটনায় জনমনে অজানা আতংক বিরাজ করছে।
Posted ৩:০৮ অপরাহ্ণ | রবিবার, ০৯ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta