শাহিদ মোস্তফা শাহিদ,সদর(১৫ জানুয়ারী) :: কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে শ্রমিক সংগঠনের নাম দিয়ে চাঁদা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে এ কর্মকান্ড চালিয়ে আসলেও প্রশাসনের কোন অভিযান দেখা যায়নি।এ সড়কে চলাচলরত টমটম,সিএনজি আটকিয়ে যানজট সৃষ্টি হচ্ছে।
এ ছাড়া চলাচলরত পরিবহন শ্রমিকদের মধ্যে চাপাক্ষোভ বিরাজ করেছে। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা রয়েছে এতে। প্রধান সড়কে এ ধরণের চাঁদা আদায়কালে বেশ কয়েকবার শ্রমিকদের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটেছিল।
জানা যায়, ঈদগাঁও-চৌফলদন্ডী- খুরুশকুল সড়কে চলাচলরত ২-৩শ টমটম চলাচল করে। এতে চৌফলদন্ডী বাজারে প্রায়শঃ যানজট লেগে থাকে। যানজট নিরসনের জন্য কোন ধরণের পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন। শ্রমিকরা জানান, এসমস্ত গাড়ি থেকে প্রতিদিন ১০ টাকা হারে কমপক্ষে ৩/৪ হাজার টাকা আদায় করে থাকে।
চৌফলদন্ডী, ঈদগাঁও, ফরাজী পাড়া টমটম চালক সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন জানান, চৌফলদন্ডী বহুমুখী সমবায় সমিতি লিঃ রেজিঃ নং ১৫৯৪ সংগঠনের নাম দিয়ে চৌফলদন্ডী মাইজ পাড়ার মৃত মোহাম্মদ আলীর পুত্র দানু মিয়া, মনির আহমদের পুত্র সাদ্দাম হোসেন, মোহাম্মদ আলীর আবছার, মৃত ফজল করিমের পুত্র নুরুল ইসলাম, মৃত মনছুর আলমের পুত্র ইয়াছিন দীর্ঘদিন ধরে চৌফলদন্ডী স্টেশনে টমটম থেকে স্টেশনে ১০ টাকা হারে রশিদ দিয়ে চাঁদা আদায় করে যাচ্ছে।
যেসমস্ত টমটম চালক চাঁদা দিতে অস্বীকার করে তাদেরকে আটকে রাখা হয়। এসময় উক্ত স্থানে দীর্ঘক্ষণ যানজটেরও সৃষ্টি হয়। বছর খানেক ধরে এ সড়ক দিয়ে আসা-যাওয়া করা যাত্রীরা সীমাহীন ভোগান্তিতে পড়ে।
তিনি আরো জানান, ১০ টাকা হারে টাকা আদায় করলে দৈনিক অনেক টাকা উত্তোলন হয়। এ টাকাগুলো তারা ভাগ বাটোয়ারা করে নিচ্ছে। সড়কপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে টাকা তোলা শ্রমিকদের দায়িত্ব নয়। নিজ এলাকার শ্রমিকদের কাছ থেকে টাকা নিতে পারে সংগঠন পরিচালনার জন্য।
অন্য সড়কের টমটম আটকিয়ে যানজট সৃষ্টি করে টাকা আদায় করা শ্রমিক সংগঠনের কাজ নয়। মানুষ এতে ক্ষুদ্ধ হয়ে উঠেছে।
এ ব্যাপারে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়–য়া জানান, গাড়ি থামিয়ে টাকা আদায়ের বিষয়টি পুলিশ প্রশাসনকে কেউ অভিযোগ করেনি।
সড়কপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চাঁদাবাজি করলে আইনের আওতায় আনা হবে। অভিযোগের ব্যাপারে জানার জন্য অভিযুক্তদের কয়েকজনের সাথে যোগাযোগ করা হলে তারা টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন।
Posted ১১:৩৫ অপরাহ্ণ | সোমবার, ১৫ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta