সংবাদ বিজ্ঞপ্তি(১৩ জুলাই) :: কক্সবাজার সদর মডেল থানার পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত, চুরি-ছিনতাই, মাদক সহ বিভিন্ন মামলার পলাতক ১১ জন আসামীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গত ২৪ ঘন্টায় কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়ার নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) কামরুল আজম, এসআই দীপক কুমার সিংহ, এসআই মনির হোসেন, এসআই শফিকুল ইসলাম, এসআই নাজির হোসেন, এসআই জাবেদ আলম, এ,এস,আই, রাজীব বৈরাগী, এ,এস,আই শামীমের সমন্বয়ে বিভিন্ন টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে দক্ষিন ডিককুল ঝিলংজা থেকে এক বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী মোঃ সিরাজুল ইসলাম সিরাজ ও টেকপাড়া থেকে মোহাম্মদ সোহেল আদনান’কে, দক্ষিন রুমালিয়ারছড়া থেকে রফিকুল ইসলাম (৩৫),
মধ্যম নুনিয়ারছড়া থেকে মোঃ জসিম, উত্তর রুমালিয়ারছড়া থেকে আবুল মোকাররম, খুরুশকুল পেচার ঘোনা থেকে এহছান উদ্দিন, লাইট হাউজ পাড়া থেকে আবুল হাসেম(আক্কাস), মধ্যম টেকপাড়া থেকে মীর মোঃ রাসেল (৩২), ক্যাং পাড়া বৌদ্ধ মন্দির এলাকা থেকে ক্য জ রাখাইন (৩৭), সাংস্কৃতিক কেন্দ্রে সামনে থেকে ছিনতাইকারী শাহাব উদ্দিন (২৫), মুহুরীপাড়া বিসিক এলাকা থেকে সৈয়দ আহম্মদ (৪২)’কে গ্রেফতার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়া জানান, ধৃত ব্যক্তিরা গ্রেফতার এড়াতে দীর্ঘদিন পলাতক ছিল। গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ৫:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta