এম শাহজাহান চৌধুরী শাহীন(৪ জুলাই) :: কক্সবাজার সদর মডেল থানার পুলিশের অভিযানে বিভিন্ন মামলার সাজা প্রাপ্ত পলাতক আসামী ও কথিত পুলিশের সোর্স সোহেলকে ৫০০ পিচ ইয়াবা সহ আটক করেছে সদর থানা পুলিশ।
জানা গেছে,কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়ার নির্দেশে ৪ জুলাই (গত ২৪ ঘন্টায়) থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালায়।
ইন্সপেক্টর (তদন্ত) কামরুল আজম, ইন্সপেক্টর (অপারেশন) মাইনউদ্দিন, এস,আই আবুল কালাম, এস,আই দীপক কুমার সিংহ, এসআই শফিকুল ইসলাম, এস,আই আক্তারুজ্জামান, এ,এস,আই, রাজীব বৈরাগী, এ,এস,আই শামীমের সমন্বয়ে বিভিন্ন টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১ বৎসরের সাজা প্রাপ্ত পলাতক আসামী মহেশখালীর গোরঘাটা সাকিনের রেজাউল করিম(৫২),
পুলিশের কথিক সোর্স পিএমখালীর সোহেল’কে ৫০০ পিছ ইয়াবা সহ আল হেরা হোটেলের সামনে থেকে, অপহরন মামলার আসামী আয়েশা আক্তার (২৫)’কে সমিতি পাড়া থেকে, ছিনতাইকারী হাবিবুল ইসলাম লিটন (২৫)কে জেল গেইট এলাকা থেকে, চিহ্নিত সন্ত্রাসী আবুল কালাম (২৫)’কে দক্ষিন রুমালিয়ারছড়া থেকে, মুহুরীপাড়া বিসিক এলাকা থেকে রুহুল কাদের বাবুল(২৪)কে, এবিসি ঘোনার রশিদ ড্রাইভার (৫০), উখিয়া থানার হিজলিয়া সাকিনের বাবুল আলম (৩০) ও আক্তার (২৮) কে জলীলের দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয়।
এছাড়াও শহরের আল হেরা হোটেলের সামনে থেকে পুলিশের কথিক সোর্স সদরের পিএমখালী এলাকার সোহেল’কে ৫০০ পিচ ইয়াবা সহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি রনজিত কুমার বড়–য়া জানান, আটক ও গ্রেফতারকৃত ব্যক্তিরা গ্রেফতার এড়িয়ে দীর্ঘদিন পলাতক ছিল। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।তিনি আরো জানান, অপরাধী গ্রেফতার , অপরাধ ও মাদক নির্মূলে পুলিশী অভিযান অব্যাহত আছে।
Posted ৪:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta