সংবাদ বিজ্ঞপ্তি :: ৮ই মে বুধবার অনুষ্ঠিতব্য কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত চেয়ারম্যান প্রার্থী, কক্সবাজার পৌরসভার চারবার নির্বাচিত সফল চেয়ারম্যান, জনবান্ধব নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার (মোটর সাইকেল প্রতীক) পিএমখালী ও ভারুয়াখালী ইউনিয়নে গণসংযোগ করেছেন।
৩০ এপ্রিল মঙ্গলবার নুরুল আবছার ওই দুই ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক গণসংযোগ করেছেন। এই সময় ১০টি পথসভায় বক্তব্য রাখেন প্রার্থী।
পথসভাগুলো সমাবেশে পরিণত হয়। পথসভায় আরো বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহামুদুল করিম মাদু, পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ, ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিনসহ স্থানীয় মুরুব্বী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
গনসংযোগের সময় মোটর সাইকেল প্রতীকের প্রতি ব্যাপক সাড়া পাওয়া যায়।
Posted ১:১৩ পূর্বাহ্ণ | বুধবার, ০১ মে ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta