দীপক শর্মা দীপু(২৬ মে) :: কক্সবাজার সমুদ্র সৈকতের প্রায় অর্ধ শত পয়েন্টে ‘ডেইলি ফিশিং বোট’ মাছ ধরা হয়। সমুদ্র ঢেউয়ের কারণে এসব নৌকা কুলে ভিড়তে পারেনা।
তাই আগে ১৫ থেকে ২০ জন লোক দিয়ে এসব নৌকা ঠেলে কুলে দিতো। এতে যেমন জেলেদের অতি খাটনি করতে হতো তেমনি সময় লাগতো বেশি।
এই সমস্যা থেকে উত্তোরণের বিকল্প হিসেবে এখন জীপ দিয়ে মাছ ধরার এসব নৌকা কুলে আনা হয়।
সাবরাং এলাকার জেলে সিরাজ মিয়া বলেন-‘ আগে মাছ নিয়ে কুলে ফিরতে সময় লাগতো এক ঘন্টা। আর সাগরে নামতে এক ঘন্টা সময় লাগতো। এখন জীপ দিয়ে নৌকা টানার কারনে সাগরে উঠতে নামতে সময় লাগে ১০ মিনিট। যার কারনে মাছ ধরা সহজ হয়ে গেছে।’
টেকনাফের জেলেরা জানান-‘ এখন প্রতিটি বোট দৈনিক প্রায় ১০ হাজার টাকা আয় করছে। ডেইলি বোটের মাছ ধরার উপর নির্ভর করে ২০ পরিবারের জীবন নির্বাহ হয়।’
Posted ১১:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta