বিশেষ প্রতিবেদক :: কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন চাঁদপুরের কচুয়া উপজেলার রাশেদ গাজী (২৭)। ]
শনিবার (২১ ডিসেম্বর) রাতে সমুদ্র সৈকত থেকে মোটর সাইকেল যোগে ফেরার পথে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওভারটেকিং করতে গিয়ে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান।
তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট গ্রামের গাজী বাড়ির আব্দুর রবের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে রাশেদ সবার বড়।
তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তিনি রহিমানগর বাজারের স্টিল ব্যবসায়ী।
নিহত রাশেদ গাজীর সফর সঙ্গী বন্ধু ইমরান বলেন, আমরা ১১ বন্ধু ছয় মোটরসাইকেল যোগে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বান্দরবন ও শুক্রবার (২০ ডিসেম্বর) কক্সবাজার রাত্রীযাপন করে পরদিন শনিবার দুপুরে হোটেল ছেড়ে বাড়ির উদ্দেশে রওনা দেই।
রাত ৮টায় চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় পৌঁছলে সে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলে মারা যায়। ওই মোটরসাইকেলের অপর আরোহী তার ভাগিনা সাব্বির (১৭) ভাগ্যক্রমে বেঁচে যায়।
আজ রবিবার সকালে তার গ্রামের বাড়ি রহিমানগরে লাশ নিয়ে এলে বন্ধুবান্ধবসহ নিকট আত্মীয়-স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে।
বার বার মূর্ছা যাচ্ছেন তার অন্তঃসত্বা স্ত্রী ও বাবা-মা। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।
Posted ১১:২১ অপরাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta