কক্সবাংলা রিপোর্ট(১৩ জুন) :: কক্সবাজারের সমুদ্র সৈকতে জুলাইয়ে আয়োজিত হবে ছয়টি ওজন শ্রেণীতে অনুষ্ঠিত হবে বিচ শরীরগঠন প্রতিযোগিতা।
ওজন শ্রেণীগুলো হল- ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০ ও ৮০+ কেজি। ছয়টি ক্যাটাগরিতে মোট ৬০ হাজার টাকার প্রাইজমানি থাকছে।
প্রত্যেক ওজন শ্রেণীর বিজয়ী পাবেন মেডেল, সনদপত্র ও পাঁচ হাজার টাকা করে। দ্বিতীয় হওয়া বডিবিল্ডার পাবেন মেডেল, সনদপত্র ও তিন হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন মেডেল, সনদপত্র ও দু’হাজার টাকা করে। প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করবে ওয়ালটন।
মঙ্গলবার এসব তথ্য জানান বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
Posted ২:২৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta