সংবাদ বিজ্ঞপ্তি(২৬ আগষ্ট) :: কক্সবাজার সরকারী কলেজের সাবেক প্রধান সহকারী শহরের গোদারপাড়া নিবাসী আলহাজ্ব মসউদুল হক (৬৭) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইলাইহি রাজিউন।
শনিবার (২৬ আগষ্ট) সকাল পৌনে ১০টার দিকে ফুয়াদ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেয়ার পথে মারা যান।
মরহুম মসউদুল হক কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষক মরহুম মওলানা ফজলুর রহমানের পুত্র, সীতাকুন্ড আলীয়া মাদরাসার অধ্যক্ষ ও কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মওলানা মাহমুদুল হকের বড় ভাই।
তিনি শহরের উত্তর রুমালিয়ারছরা হজরত ওসমান (রঃ) জামে মসজিদের সভাপতি। কক্সবাজার হাশেমিয়া আলীয়া মাদরাসা, আলিরজাহাল বালিকা মাদরাসা পরিচালনা কমিটির সদস্যসহ বিভিন্ন প্রতিষ্টানের জড়িত ছিলেন।
মৃত্যুকালে মসউদুল হকের ৩ পুত্র ও ৫ কন্যা সন্তান ছিল। মরহুমের নামাজে জানাজা রবিবার (২৭ আগষ্ট) বাদে জুহর কক্সবাজার হাশেমিয়া আলীয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্র জানিয়েছে।
এদিকে আলহাজ্ব মসউদুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আলিরজাহাল বালিকা মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শাহাব উদ্দিন সিকদার ও সুপার মাওলানা রফিক বিন ছিদ্দিক । তারা প্রাজ্ঞ এই শিক্ষাবিদ ও সবাজ সেবকের মৃত্যুতে শোক বার্তার পাশাপাশি শোকার্ত স্বজনদের সমবেদনা জানিয়েছেন।
Posted ১০:০৯ অপরাহ্ণ | শনিবার, ২৬ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta