বিশেষ প্রতিবেদক(২০ জুলাই) :: কক্সবাজার সার্র্কিট হাউজ নতুন ভবন ও গেজেটেড অফিসার্স ডরমেটরি ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন জন প্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।
২০ জুলাই বৃহস্পতিবার হিলডাউন সার্কিট হাউজ সংলগ্ন সরকারী জমিতে এই ভিত্তি প্রস্থর স্থাপন করেন প্রতিমন্ত্রী।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন, সরকারি কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়াম্যান লে: কর্ণেল (অব) ফোরকান আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) কাজি মো: আবদুর রহমান , অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোহাম্মদ মাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জনাব পংকজ বড়ুয়া,সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পিএম ইমরুল কায়েস, ফারজানা প্রিয়াংকা, এহসান মুরাদ, জুয়েল আহমেদ, একেএম লুৎফর রহমান, মোহাম্মদ সেলিম শেখ, মো: সাইফুল ইসলাম, ফারজানা রহমান ও সাইয়েমা হাসানসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
পরে হিলডাউন সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় মিলিত হন মাননীয় প্রতিমন্ত্রী।
Posted ১১:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta