প্রেস বিজ্ঞপ্তি(১৭ জুন) :: কক্সবাজারের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সায়মুন সংসদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ১৭ রমজান আলিরজাহাল সায়মা ওসানসিটি সত্তরে সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাষ্টার মো: সেলিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। মেয়র বলেন অত্র সংগঠন সমাজ উন্নয়নের ব্যাপক অবধান রেখেছেন তিনি সংগঠনের নেতৃবৃদের বলে মাদকের বিরুধে ভুমিকা রাখতে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ফরিদুল আলম বলেন, সকল সম্যায়ই এই সংগঠনটিকে ভুমিকা রাখতে হবে।
রহমত, বরকত ও মাগফেরাতের মাস রমজানের তাৎপর্যও ইফতার মাহফিলে গুরুত্ব নিয়ে আলোচনা করেন মাওলানা হাফেজ নুরুল হুদা, মাওলানা আকতার হোসাইন,মাওলানা আজিজুল হক সিদ্দিকী, মাওলানা মো: হোসাইন। প্রধান বক্তার বক্তব্য রাখেন এড. আবু সিদ্দিক ওসমানী, ঈদগাও কলেজের উপ-অধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রফেসর হেলাল উদ্দিন, ড. নুরুল আবছার, অধ্যপক্ষ ছৈয়দ নুর ,আবু জাফর সিদ্দিকী, ওসমান সরওয়ার ও ইকবাল মনির চৌধুরী।
বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি রুহুল আমিন সিকদার, সাবেক সভাপতি নুরুল ইসলাম ভুট্ট্রো, সাবেক সভাপতি হাফেজ আহামেদ জিসান, সাবেক সভাপতি মো: ইসমাইল ফারুক,শাহ আলম সিদ্দিকী, রুস্তম আলী চৌধুরী, উপদেষ্টা ফরিদুল আলম বৈরাগী, আবদুল মালেক ইমন, নুরুল ইসলাম নুরু, মো:জহিরুল আলম ,আলাউদ্দিন রবিন, আহমদ ছফা, মো: জুবাইরুল ইসলাম, রাইহান উদ্দিন, জহির উদ্দিন বাবর, এ দলের সভাপতি মহিউদ্দিন আল মামুন সিকদার, সাধারণ সম্পদক ইউসুফ আলী,আবদুল্লাহসহ নেতৃবৃন্দরা।
সংগঠনের সভাপতি অধ্যপক্ষ নুরুল আবছার বলেন, আগামীতে রক্ত দান কর্মসূচী, মাদক প্রতিরোদসহ সকল অনিয়মের বিরুদ্ধে আমাদের সংগঠনের ভুমিকা অব্যাহত থাকিবে।
Posted ১২:৩৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta