বিশেষ প্রতিবেদক(১৪ আগস্ট) :: জাতীয় শোক দিবস ও সনাতনধর্মালম্বীদের শুভ জস্মাষ্টমী-র ছুটিতে কক্সবাজারে লক্ষাধিক পর্যটকদের আগমন ঘটেছে। এ লক্ষ্যে জেলা প্রশাসকের নির্দেশনায় কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটকদের হয়রানী রোধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
সোমবার দুপুরে সুগন্ধা বীচ পয়েন্টে ছদ্মবেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: সাইফুল ইসলাম(জয়) ও জুয়েল আহমেদ।
এ সময় সম্মানিত পর্যটকদের সাথে খারাপ ব্যবহার ও হয়রানি করার কারণে চারটি জেট স্কী জব্দ করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে সৈকতে মোটর সাইকেল চালানোর দায়ে চালককে জরিমানা করা হয় এবং সতর্ক করে দেয়া হয়। এসময় বীচকর্মীসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে খুব শীঘ্রই সমুদ্র সৈকতে জেট স্কী,বীচ বাইক, কিটকট, ছাতা মার্কেটসহ সংশ্লিস্ট সকল ব্যবসায়ী ও কর্মচারীদেরকে সম্মানিত পর্যটকদের সাথে সদ্ব্যবহার করাসহ এ সংক্রান্ত বিষয়ে কর্মশালার আয়োজন করা হবে বলে জানান ম্যাজিষ্ট্রেটবৃন্দ।
Posted ৭:৩৯ অপরাহ্ণ | সোমবার, ১৪ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta