প্রেস বিজ্ঞপ্তি(২৯ জুন) :: কক্সবাজার স্টেডিয়াম পাড়া সমাজ কমিটির সভাপতি শিক্ষাবিদ সত্যব্রত চৌধুরী (৭৪) আর নেই। বুধবার রাত ২টা ৫ মিনিটের সময় নিজ বাস ভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাংখি রেখে যান। তাঁর পুত্র সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক এবং আওয়ামী সমবায় লীগ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী।
উল্লেখ্য, সত্যব্রত চৌধুরী বিপ্লবী শহীদ প্রিতিলতা ওয়াদ্দেদার এর বোন জ্যোৎস্নাময়ী ওয়াদ্দেদার এর পুত্র।
এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, ১০নং ওয়ার্ড কাউন্সিলর জাবেদ মো: কায়সার নোবেল, ১০নং ওয়ার্ডের সম্ভ্যাব্য কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন সেতু,কক্সবাজার অনলাইন সম্পাদক পরিষদের আহব্বায়ক চঞ্চল দাশগুপ্ত, কক্সবাজার খবর.অনলাইনের প্রধান সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি আনোয়ার হাসান চৌধুরী, পৌর আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন কবির, আওয়ামী সমবায় লীগ কক্সবাজার জেলা সভাপতি তোফায়েল আহমদ, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি কক্সবাজারস্থ চেয়ারম্যান এস.এম ছৈয়দ উল্লাহ আজাদ, সংবাদকর্মী রফিকুল ইসলাম সোহেল, সোহরাব হোসেন চৌধুরী, মো: মীর মোশাররফ হোসেন এবং শাহ নেওয়াজ প্রমুখ।
শিক্ষক সত্যব্রত চৌধুরীর মৃত্যুতে জাসদের শোক
——————————————-
সাংবাদিক জুয়েল চৌধুরীর পিতা কক্সবাজার স্টেডিয়াম পাড়া সমাজ কমিটির সভাপতি, অবসর প্রাপ্ত শিক্ষক সত্যব্রত চৌধুরীর মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (আম্বিয়া-বাদল-প্রধান) কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে সত্যব্রত চৌধুরীর আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাসদ কক্সবাজার জেলার কার্যকরী সভাপতি মোরশেদুল আজাদ আবু, সহ-সভাপতি হাজী আক্তার আলম, সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ শামসুল আলম, শহর শাখার সিনিয়র সহ সভাপতি আনোয়ার আলম, সাংগঠনিক সম্পাদক জয়নাল হাজারী প্রমুখ।
Posted ১০:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta