কক্সবাংলা রিপোর্ট(২৮ ডিসেম্বর) :: কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি এবার মনোনয়ন নাও পেতে পারেন। ইয়াবা চোরাচালানে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্পৃক্ততা নেই স্থানীয় আ.লীগ নেতাদের সঙ্গেও। কয়েক মাস আগে আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে মনোনয়ন দেয়া হবে না বলে ইঙ্গিত দেন।
জানা যায়,স্বজনপ্রীতি, নিজ এলাকায় অজনপ্রিয়, বার্ধক্য, স্বেচ্ছাচারী মনোভাব প্রদর্শন, ভূমি দখল, দুর্র্নীতি, নিজ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব বেড়েছে সরকার দলীয় অর্ধশতাধিক এমপি’র।
এছাড়া, নানা বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে আগামী নির্বাচনে মনোনয়নবঞ্চিত হতে পারেন ক্ষমতাসীন আওয়ামী লীগের বেশ কয়েকজন এমপি। তাদের মধ্যে কয়েকজন ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় এমপি হয়েছিলেন।
সম্প্রতি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের পার্লামেন্ট মেম্বারদের নিয়ে বসেছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আগামী নির্বাচন সম্পর্কে দলীয় এমপিদের নানা দিকনির্দেশনা দেন তিনি। ওই বৈঠকে সবাইকে নিজ এলাকায় গিয়ে কাজ করার কথা বলেন।
তিনি বলেছিলেন, ‘আমার কাছে প্রত্যেক এমপির আমলনামা আছে। নিয়মিত জরিপ করা হচ্ছে। এখনো সময় আছে আপনারা নিজ এলাকায় যান। জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ান।’ নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব কমিয়ে আনারও নির্দেশ দেন দলীয় প্রধান। জনগণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে যাদের সম্পর্ক নেই, তাদের মনোনয়ন দেয়া হবে না বলেও সতর্কতা উচ্চারণ করেন প্রধানমন্ত্রী।
এ বিষয়ে জানতে চাওয়া হয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খানের কাছে। তিনি বলেন, সর্বশেষ জাতীয় সংসদে দলীয় এমপিদের নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। এমপিদের মধ্যে অনেকেই মনোনয়ন ঝুঁকিতে আছেন। জনগণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে অনেকের সম্পৃক্ততা নেই।
তাদের নিজ নিজ এলাকায় গিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর কথা বলা হয়েছে। আপন লোকজন ছেড়ে সংগঠনের স্বার্থে কাজ করতে বলা হয়েছে। আর যারা জনপ্রিয়তা ধরে রাখতে পারবেন না তাদের মনোনয়ন বঞ্চিত হবেন, এটাই স্বাভাবিক।
আ. লীগের কতজন এমপি মনোনয়ন ঝুঁকিতে আছেন জানতে চাইলে ফারুক খান বলেন, সুনির্দিষ্টভাবে এটা বলা সম্ভব নয়। যারা জনপ্রিয়তা ধরে রাখতে পারবেন না, সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে পারবেন না, জরিপে যাদের ফলাফল সন্তোষজনক হবে না, তারা মনোনয়ন পাবেন না। এ ছাড়া বয়সের কারণেও অনেকেই প্রার্থী হবেন না। ফলে সেসব আসনে নতুন প্রার্থী দেয়া হবে বলেও জানান তিনি।
তবে বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, নানা কারণে আবদুর রহমান বদির মত আওয়ামী লীগের অনেক এমপিই মনোনয়ন বঞ্চিত হতে পারেন।
Posted ১:৩৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta