বার্তা পরিবেশক(২৬ মে) :: ইয়াবা ও জঙ্গীবাদ নির্মূলে নিজের সন্তানদের পাহারা দেওয়ার আহবান জানিয়েছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আবদুল মান্নান খান।
তিনি শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারে ‘দৈনিক কক্সবাজার একাত্তর’ পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, ‘আমরা যদি নিজ সন্তানদের পাহারা দিয়ে একজন সুস্থ’ মানুষ হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে বিশ্বের এমন কোন শক্তি নেই বাঙ্গালীর অগ্রযাত্রাকে ঠেকাতে পারে।’
তিনি সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, ‘৩০ লক্ষ শহীদ ও ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতার সুফল ঘরে তুলতে হলে দেশকে মাদক ও জঙ্গীবাদ মুক্ত করতে হবে।’
‘দৈনিক কক্সবাজার একাত্তর’ পত্রিকার প্রকাশক বেলাল উদ্দিন বেলালের সভাপতিত্বে ও সম্পাদক মাহমুদুর রহমান মাদুর স্বাগত বক্তবব্যের মাধ্যমে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মান্নান খাঁন আরো বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মিডিয়ার ভূমিকা অপরিসীম। কিš‘ পত্রিকা প্রকাশনা কোন লাভজনক ব্যবসা নয়। লাভের আশা করে পত্রিকা প্রকাশ করলে সফল হওয়ার সম্ভাবনাও কম।’
তিনি বাংলাদেশের গণতন্ত্র রক্ষা ও স্বাধীনতা অর্জনে মিডিয়ার ভূমিকার কথা স্মরণ করে বলেন- ‘স্বাধীনতার সময় দেশের প্রাচীন দুটি পত্রিকা যে ভূমিকা রেখেছে তাতে আমাদের স্বাধীনতা ত্বরান্বিত হয়েছে।’
তিনি বাঙ্গালী জাতির মুক্তির জন্য জাতির জনক বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্ম সম্পাদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ‘স্বাধীনতার পর আমরা ছিলাম খাদ্য ঘাটতির দেশ। এখন আমরা খাদ্য উদ্বৃত্তের দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বের কারণেই দেশের এত অগ্রগতি হয়েছে। তাঁর নেতৃত্বে আমরা বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে চাই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, আওয়ামীলীগ নেত্রী সৈয়দা হাসিনা সুলতানা, জেলা আইনজীবী সমিতির সভাপতি আওয়ামীলীগ নেতা ও জিপি মোহাম্মদ ইসহাক, পিপি মমতাজ আহমদ, এডভোকেট সুলতানুল আলম, দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব, চৌফলদন্ডি ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যাপক নুরুচ্ছবিহ, আওয়ামীলীগ নেতা ফখরুল ইসলাম গুন্দু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম কনক ও সাবেক পিটিআই সুপার রাজবিহারি চৌধুরী।
দৈনিক কক্সবাজার একাত্তরের সহ-সম্পাদক নুরুল আমিন হেলালী ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট একরামুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় আরো বক্তব্য দেন জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন তানিম, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইলিয়াছ ও চকরিয়ার সাংবাদিক এম. সাইফুদ্দিন প্রমূখ।
উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি ও কক্সবাজার ৭১ এর ভারপ্রাপ্ত সম্পাদক আহমদ গিয়াস, কক্সবাজার খবর প্রধান সম্পাদক ও কক্সবাজার ৭১ এর বার্তা প্রধান আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ৭১ এর নির্বাহি সম্পাদক এইচএম নজরুল ইসলাম, সহ সম্পাদক মুহম্মদ তাহের নঈম, টেকনাফের আশেকুল্লাহ ফারুকি, মো: শামসুদ্দিন, ফরিদুল আলম, উখিয়ার মাহমুদুল হক বাবুল, চকরিয়ার এম. আলী হোসেন, রামুর কামাল শিশির, দিদারুল আলম জিসান, সুজন চক্রবর্তী, ঈদগাঁও’র মিজবাহ উদ্দিন, উপকূলের আবুবক্কর ছিদ্দিক ও নাইক্ষ্যংছড়ির মো: শাহিন প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা-সমাবেশ পরবর্তী পত্রিকার প্রকাশক বেলাল উদ্দিন বেলালের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মোর্শেদ হোসেন তানিমের নেতৃত্বে জেলা ছাত্রলীগ, রুহুল কাদের মানিকের নেতৃত্বে জাতীয় হোটেল শ্রমিক লীগ কক্সবাজার জেলা, হাজী মো: ইলিয়াছের নেতৃত্বে জাসদ (বাদল-আম্বিয়া-প্রধান) কক্সবাজার শহর, হাসানুর রশিদের নেতৃত্বে দৈনিক হিমছড়ি পরিবার, আনোয়ার হাসান চৌধুরী/মো: আমান উল্লাহ/জুয়েল চৌধুরীর নেতৃত্বে কক্সবাজার খবর পরিবার, এইচএম নজরুল ইসলাম/ইবনে হোসেন মারুফ/ইব্রাহিম আজাদ বাবু/আরফাতুল মজিদের নেতৃত্বে রিপোর্টাস ইউনিটি কক্সবাজার, এস.এম ছৈয়দ উল্লাহ আজাদ/আকতার আহমদের নেতৃত্বে জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি কক্সবাজার জেলা, মোস্তফা কামাল/মনিরুল ইসলামের নেতৃত্বে কক্সবাজার সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতি, শহিদুল ইসলামের নেতৃত্বে আন্ত: জেলা হকার্স কল্যাণ সমিতি এবং কক্সবাজার পাহাড়তলী কর্মজীবী সমিতি।
Posted ১১:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta