কক্সবাংলা ডটকম(২৫ জুন) :: কনফেডারেশনস কাপে সেমিফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল ও মেক্সিকো।এর ফলে আয়োজক দেশ রাশিয়ারই কনফেডারেশনস কাপ থেকে ছুটি হয়ে গেল৷মেক্সিকো তাদের ২-১ হারিয়ে সেমি ফাইনালে পৌঁছে গেল৷ একই সময়ে অন্য ম্যাচে নিউজিল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে পর্তুগাল।সমান ৭ পয়েন্ট নিয়ে মেক্সিকোকে টপকে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল।
কিন্তু রাশিয়ার হাসি দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি৷৩০ মিনিটেই ম্যাচে সমতায় ফেরায় মেক্সিকো৷ন্যাস্টর আরাউজোর গোল করেন৷যদিও গোলকিপারের আরও সচেতন থাকলে গোলটা হত না৷বিরতিতে ১-১ খেলা শেষ হয়৷দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে মেক্সিকো এগিয়ে দেন রাশিয়ার গোলরক্ষক ইগোর আকিনফিভ৷নকআউট ম্যাচে তিনি বিপক্ষকে গোলটা উপহার দিলেন৷একটা লং বল সম্পূর্ণ বুঝতে ভুল করেন তিনি৷বলটা দিয়ে দেন হিরভিং লোজানোর কাছে৷
মেক্সিকোর এই মিডফিল্ডার ছোট্ট হেডে তেকাঠিতে বল জড়িয়ে দেন৷মেক্সিকোর আরও একটা গোল করার সুযোগ এসেছিল৷কিন্তু রেফারি ভিডিও অ্যাসিস্টান্ট রিভিউের (ভিএআর) সাহায্য নিয়ে গোলটা নাকচ করে দেন অফসাইড বলে৷কিন্তু এদিন ম্যাচের ভিলেন হয়ে থাকলেন আকিনফিভ৷
Posted ৩:০৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta