কক্সবাংলা ডটকম(১৫ জুন) :: সন্ত্রাসবাদ সমর্থন ও আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছে সৌদি আরবসহ আটটি মুসলিশ দেশ। চলছে তীব্র রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা। এর মধ্যেই দোহার সামরিক সক্ষমতা বাড়াতে এক হাজার দুইশ কোটি ডলারের সামরিক চুক্তি করেছে ওয়াশিংটন। চুক্তির আওতায় কাতারে এফ-১৫ যুদ্ধবিমান সরবরাহ করবে মার্কিন প্রশাসন।
ওয়াশিংটন সফর করছেন কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ আল আত্তিয়াহ। স্থানীয় সময় বুধবার (১৪ জুন) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি। এসময় যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হয়।
কাতারের প্রতিরক্ষামন্ত্রী এ চুক্তিকে ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এবং সামরিক সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে দুদেশের দীর্ঘদিনের প্রতিশ্রুতির বাস্তবায়ন’ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘এ চুক্তি দুদেশের কৌশলগত ও সহযোগিতামূলক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাইলফলক হয়ে থাকবে।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম রাষ্ট্রীয় সফরে গিয়ে সৌদি আরবের কাছে ১১ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করেছেন। এবার পাশের দেশ কাতারের সঙ্গে যুদ্ধবিমান বিক্রির চুক্তি সই করেছে ট্রাম্প প্রশাসন।
গত ৫ জুন সৌদি প্রশাসনের পক্ষ থেকে প্রথম দোহার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা আসে। এরপর এ তালিকায় যুক্ত হয় মিসর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ইয়েমেন, জর্ডান এবং মালদ্বীপ।
এছাড়াও কাতারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে রেখেছে সংযুক্ত আরব আমিরাত। কাতারসংশ্লিষ্ট ৫৯ জন ব্যক্তি ও ১২টি সংগঠনের নাম সম্বলিত ‘সন্ত্রাসীদের তালিকা’ প্রকাশ করেছে সৌদি জোট।
এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে দোহা প্রশাসন। চলমান সঙ্কট নিরসনে আলোচনায় বসার প্রস্তাব নিয়ে দেশটির পাশে দাঁড়িয়েছে তুরস্ক, রাশিয়া এবং কুয়েত। প্রয়োজনে হোয়াইট হাউজে বৈঠক ডেকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
প্রসঙ্গত, উপসাগরীয় দেশগুলোর মধ্যে কাতারে সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। বর্তমানে দেশটির আল-উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থান করছেন ১১ হাজার মার্কিন সেনা। রয়েছে শতাধিক যুদ্ধ বিমান। সম্প্রতি যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে দোহায় পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর জাহাজ।
সূত্র: আল জাজিরা ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
Posted ১:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta