কক্সবাংলা ডটকম(৫ জুন) :: অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরও তিনটি দেশ।
ওই তিনটি দেশ হলো- মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এ দেশগুলো সৌদি আরবের একান্ত বন্ধু রাষ্ট ও মিত্র। এসব দেশগুলোর দাবি, মুসলিম ব্রাদারহুডসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে কাতার। সোমবার বিবিসি এ খবর প্রকাশ করেছে।
কাতারের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থার সাম্প্রতিক একটি হ্যাকের ঘটনা নিয়ে কাতার ও উপসাগরীয় এ আরব দেশগুলোর মধ্যে বিতর্ক ছড়িয়ে পড়ে। যার সূত্র ধরে ওই চারটি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল।
এরইমধ্যে জল, স্থল ও আকাশসীমা- সবদিক দিয়েই কাতারের সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে। এসপিএ আরও জানায়, সন্ত্রাসবাদ ও চরমপন্থীদের কাছ থেকে দেশকে নিরাপদ রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কাতারের সঙ্গে আকাশ ও নদীপথে সবযোগাযোগ বন্ধ করেছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার জন্য কাতারের কূটনীতিকদের নির্দেশ দিয়েছে। আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে, কাতার সন্ত্রাস, চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে সহায়তা দিচ্ছে।
বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলেছে, কাতার বাইরাইনের নিজস্ব কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থায় প্রভাব খাটিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এজন্য তারা কাতারের সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছে।
Posted ১১:১০ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta