কক্সবংলা ডটকম :: ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে লাল গালিচায় সম্মোহনী জাদু দেখালেন বলিউডের বচ্চনবধূ।
ভাঙা হাত নিয়েই ছুটেছেন রেড কার্পেটে। কে বলবে দেখে ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) বয়স পঞ্চাশের গণ্ডি পেরিয়েছে?
ফাল্গুনি শেন পিককের ডিজাইন করা কালো গাউনে কানের গালিচায় দ্যুতি ছড়ালেন ঐশ্বর্য।
তবে স্ত্রীয়ের এমন কঠিন সময়েও পাশে দেখা গেল না অভিষেক বচ্চনকে। বরং এবারেও ফ্রেঞ্চ রিভিরাঁয় মায়ের সঙ্গী আরাধ্যা।
ফি বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে হাজিরা দেন বলিউড সুন্দরী। এবার হাত ভাঙলেও কিন্তু সেই রীতিতে ছেদ পড়েনি!
প্লাস্টার বাঁধা ডান হাত নিয়েই বিশ্বখ্যাত এই চলচ্চিত্র উৎসবে পৌঁছেছেন ঐশ্বর্য।
বছর কুড়িরও বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন তিনি।
এবারে অভিনেত্রীকে দেখা গেল, কালো-সোনালি গাউনে সাদা রঙের ফোলা স্লিভসের পোশাকে। বুধবার রাতেই মেয়ে আরাধ্যাকে নিয়ে মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হয়েছিলেন ঐশ্বর্য।
মায়ের হাত থেকে ব্যাগ নিয়ে সাহায্য করতে দেখা গিয়েছিল আরাধ্যাকেও। সেই খুদে বয়স থেকেই কান ফিল্ম ফেস্টিভ্যালে মায়ের সঙ্গী তিনি।
বৃহস্পতিবার রাতে কান-এর রেড কার্পেট থেকে ঐশ্বর্য রাই বচ্চনের ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল অনুরাগীদের। অভিনেত্রীর পেশাদারিত্বে মুগ্ধ তাঁরা। নেটপাড়ায় একাংশের কথায়, “একেই বলে পেশাদারিত্ব।
কর্মই যাঁর কাছে ধর্ম।” তবে স্ত্রী এমন হাত নিয়ে একাই ফ্রেঞ্চ রিভিরাঁয় গেলেও স্বামী অভিষেক বচ্চন কিন্তু পাশে নেই। তাঁদের দাম্পত্যে ফাটলের খবর গতবছর থেকেই!
Posted ১২:০২ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ মে ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta