নজরুল ইসলাম, কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়ার ধুরুং বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বনরুটি তৈরি করার অপরাধে দুইটি বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে ধুরুং বাজারের ভাই ভাই বেকারি-কে ৫,০০০ টাকা এবং নূর আল মদিনা বেকারি-কে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন এসিল্যান্ড সাদাত হোসেন এবং কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন।
জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় এই অভিযান পরিচালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
পর্যটন ব্যবসার খাতে অরাজকতা সৃষ্টিকারী মহাবাটপার জসিম উদ্দিনের শাস্তি দাবীঃ
সাবেক এমপি লুৎফুর রহমান কাজলের নামে অপপ্রচারের বিরুদ্ধে কক্সবাজারবাসীর প্রতিবাদ মিছিল।
Posted ১:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta