
নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে সরকারি পাইলটকাটা খাল দখল করে বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে সৈয়দুল করিম নামে এক ব্যক্তিকে ২০ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদলত।
সে উত্তর কৈয়ারবিল রোডপাড়া এলাকার মৃত ওহিদুজ্জামান এর ছেলে।
রবিবার সাড়ে ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা
ইউএনও জানান,সরকারি খাল দখল করার অপরাধে সৈয়দুল করিমকে ২০ দিনের জেল দেওয়া হয়েছে।
এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
এ অভিযানে অংশ নেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আরমান হোসেইনসহ পুলিশের একটি দল।

Posted ৮:৫৩ অপরাহ্ণ | রবিবার, ০৫ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta