নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়ায় পাকা ধান কেটে নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় দুই নেতার মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার আলী আকবর ইউনিয়নের মশরফ আলী সিকদার পাাড়ার তুলা তলি গ্রামে।
ভুক্তভোগী কৃষক ও স্থানীয় নেতা নুরুল কবির অভিযোগ করেছেন, স্থানীয় আমির ও মনিরের নেতৃত্বে ১০-১২ জন দুর্বৃত্ত তার জমির ধান কেটে নিয়ে গেছে।
নুরুল কবির জানান, তার পৈত্রিক জমি এবং ক্রয়কৃত জমিতে চাষ করা ৪০ শতক জমির পাকা ধান গত ৪ জানুয়ারি ভোরে সন্ত্রাসী কায়দায় কেটে নেয়া হয়েছে।
বাঁধা দিতে গেলে তিনি ও তার স্ত্রী খদিজা বেগম হামলার শিকার হন।
তারা কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং থানায় অভিযোগ দায়ের করেন।
নুরুল কবির বলেন, “আমি সম্পত্তি নিয়ে বিরোধ চাই না। আমি সঠিক বিচার চাই।”
মনির জানান, উক্ত জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে তার ভোগদখলে ছিল।
তিনি অভিযোগ করেন, ২০১৭ সালে প্রভাব খাটিয়ে নুরুল কবির জমিটি দখল করে নিয়েছিলেন। তখন তার জমির পাকা ধান কেটে নিয়ে যাওয়া হয়।
এলাকার ইউপি সদস্য আকতার হোসেন বলেন, উভয় পক্ষের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
শালিসের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হলেও নুরুল কবির সমঝোতায় আসেনি।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, “উভয় পক্ষই সম্পত্তি নিয়ে মামলায় জড়িত এবং রাজনৈতিক বিভেদ পরিস্থিতিকে আরও জটিল করছে।”
এলাকাবাসী জানিয়েছেন, সম্পত্তি নিয়ে বিরোধ ছাড়াও উভয়ের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব বিদ্যমান।
নুরুল কবির ও মনির দুটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
উভয় পক্ষই সুষ্ঠু বিচার চাইলেও বিরোধ সমাধানের পথ সুগম করতে স্থানীয় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা।
Posted ৯:২৮ অপরাহ্ণ | সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta