নজরুল ইসলাম, কুতুবদিয়া :: কুতুবদিয়ায় পুকুরে ডুবে হুমায়রা নামের ১৪ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মাতবর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বড়ঘোপের অটোচালক মো. জাহাঙ্গীরের শিশু কন্যা হুমায়রা বাড়ির সামনে খেলতে গিয়ে প্রতিবেশীর পুকুরে পড়ে যায়।
খেলার একপর্যায়ে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে খবর পেয়ে প্রতিবেশীরা পুকুর থেকে উদ্ধার করে।
শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Posted ৯:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta