নজরুল ইসলাম, কুতুবদিয়া :: সরকারি উন্নয়ন প্রকল্পের কাজস্থলে সাইনবোর্ড বা ব্যানারের মাধ্যমে নির্মাণ কাজের বিস্তারিত তথ্য প্রদর্শনের কথা থাকলেও বাস্তবে এ নিয়ম মানা হচ্ছে না কুতুবদিয়ায়।
সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, উপজেলার বেশিরভাগ উন্নয়ন প্রকল্পের সাইটে নেই কোনো তথ্য সম্বলিত সাইনবোর্ড।
তথ্য অধিকার আইন অনুযায়ী, সরকারি প্রকল্পের তথ্য-উপাত্ত জানার অধিকার রাখে সাধারণ জনগণ।
কিন্তু কুতুবদিয়ার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজস্থলগুলোতে এই নিয়ম মানা হচ্ছে না। এতে স্থানীয়দের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বর্তমানে কুতুবদিয়ায় বেশ কয়েকটি বড় প্রকল্প কাজ চলমান রয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য: উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন,সতর উদ্দীন জেটিঘাট, আকবর বলী পাড়া জেটিঘাট,কুতুবদিয়া টেকনিকেল স্কুল এন্ড কলেজ ভবন,কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত ভবন,কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ ভবন,কবি জসিম উদ্দীন উচ্চ বিদ্যালয় ভবন,বড়ঘোপ মাস্টার নুর আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন,উত্তর কৈয়ারবিল পাছুয়ার জাঁহাল সড়কসহ বেশ কয়েকটি সড়ক।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রকল্পের সঠিক তথ্য না থাকায় কাজের মান নিয়ে সন্দেহের অবকাশ তৈরি হচ্ছে। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আকবর খান বলেন, “উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতার অভাব জনগণের অধিকার লঙ্ঘন করছে।”
কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাসান কুতুবী বলেন, “সাইনবোর্ড না থাকায় কাজের তথ্য-উপাত্ত জানা সম্ভব হয়না গণমাধ্যম কর্মী ও সাধারণ জনগণের। এটি তথ্য অধিকার লঙ্ঘনের শামিল।”
এ বিষয়ে স্থানীয় এলজিইডি কার্যালয়ে যোগাযোগ করা হলে তারা জানান, এলজিইডির প্রকল্পগুলোতে সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল, তবে ৫ আগস্টের পরে সেগুলো ছাত্র ও জনতা ভেঙে ফেলেছে।
সড়ক ও জনপদ বিভাগের প্রকল্পে কোনো সাইনবোর্ড স্থাপন করা হয়নি বলে জানা গেছে।
সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের মন্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কিছু জানায়নি।
স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, উন্নয়ন প্রকল্পগুলোতে সাইনবোর্ড স্থাপন ও কাজের তথ্য প্রদর্শন নিশ্চিত করতে হবে।
জনগণের অর্থে পরিচালিত এসব প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই জনগণের অধিকার।
Posted ১২:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta