নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়ায় স্কেভেটর দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে মোহাম্মদ ইলিয়াছ নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের উত্তর কৈয়ারবিল একাডেমি মাদ্রাসা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন কুতুবদিয়া থানার এসআই সাজ্জাদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল এবং গ্রাম পুলিশ।
অভিযানের নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন জানান, ফসলি জমির মাটি কাটার গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযুক্ত মোহাম্মদ ইলিয়াছকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, অতি প্রয়োজনে পুকুর খননের অনুমতি থাকলেও জমির শ্রেণি পরিবর্তন বা ফসলি জমির টপসয়েল কাটার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা এ অভিযানের প্রশংসা করে জানিয়েছেন, এ ধরনের পদক্ষেপ ফসলি জমি রক্ষায় এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Posted ১১:১৭ অপরাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta