
নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কক্সবাজার কুতুবদিয়া উপকূলে অবৈধভাবে মাছ ধরার আভিযোগে ১১টি ফিশিং বোট আটক করা হয়েছে।
এ সময়ে ৭৬০ মণ মাছ জব্দ ও ৫০টি বেহুন্দি জাল উদ্ধার করা হয়।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ক্যাথোয়াইপ্রু মারমা এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এসব বোটের মালিকদের ৩ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং জব্দ করা মাছ ১৪ লাখ ৯০হাজার টাকা মূল্যে নিলামে বিক্রয় করা হয়।
অভিযানে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)আরমান হোসেন, আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকতার কামাল ও উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুস সাকিবসহ যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Posted ১০:৩২ পূর্বাহ্ণ | শনিবার, ১১ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta