নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কুতুবদিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ দিনব্যাপী GAP (গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিস) সার্টিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা অফিসার্স ক্লাব সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ প্রদান করেন কুতুবদিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও কৃষাণীরা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে আধুনিক কৃষি পদ্ধতি, নিরাপদ খাদ্য উৎপাদন, এবং আন্তর্জাতিক মানসম্পন্ন কৃষি পণ্য উৎপাদনের জন্য GAP সার্টিফিকেশন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।
অংশগ্রহণকারী কৃষকরা প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়ন এবং নতুন প্রযুক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা অর্জন করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে আরও আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা কৃষকদের আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ করবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আনবে।
Posted ১০:৪৭ অপরাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta