নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহশীলদার) রিদুয়ান মোস্তফাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৩০ মে) পারিবারিক সীমানা বিরোধের একটি মামলায় জামিন বাতিল করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন বলে আদালত সূত্র জানায়।
জানা যায়, আলী আকবর ডেইল সন্দিপী পাড়ার মতিউর রহমানের পুত্র মো:আলমগীর পৈত্রিক ভিটার সীমানা দখল ও মারধরের অভিযোগ এনে কুতুবদিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩৯/২৪ মামলা দায়ের করেন।
মামলায় বড়ঘোপ ইউনিয়ন ভূমি অফিসের সহকারি কর্মকর্তা রিদুয়ান মোস্তফা সহ তার ভাই-বোনদের আসামি করা হয়।
বাদী পক্ষের আইনজীবি জানান, আসামী মিথ্যা তথ্য দিয়ে শুরুতে অস্থায়ী জামিন নেন।
বৃহস্পতিবার মামলার ধার্য তারিখে সঠিক তথ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হলে তহশীলদার রিদুয়ান মোস্তফার জামিন বাতিল করে জেলহাজাতে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ আদালত।
Posted ১২:২০ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩১ মে ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta