
নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর উপর হামলা চালিয়েছে বড়ঘোপ ইউনিয়ন আবদুল আজিজের নেতৃত্বে সন্ত্রাসীরা। এতে আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত হন বড়ঘোপ রোমাই পাড়ার আবদুল কাদেরের স্ত্রী আনিছা বেগম (৪২), তার মেয়ে তোহা (২০) এবং ননদ ইয়াসমিন আকতার (৩৫)।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বড়ঘোপ ইউনিয়ন আবদুল আজিজের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলায় ভর্তি থাকা রোগী ও তার স্বজনদের উপর এলোপাথাড়ি হামলা শুরু করে।
এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।
আহত আনিছা বেগম বলেন,, “বৃহস্পতিবার সকালে বড়ঘোপ রুমাই পাড়া গ্রামে পারিবারিক রাস্তায় টিউবওয়েলের পানি নিয়ে বিরোধ হয়।
তখন প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে হাস্পাতালে ভর্তি হন তিনি।
ঘটনার জের ধরে প্রতিপক্ষ শুক্কুরের ছেলে রাকিব হাসপাতালে এসে প্রথমে হামলা করে।
এর আধা ঘণ্টা পরে আবদুল আজিজের নেতৃত্বে আবারও হামলা করা হয়।”
ইয়াসমিন আকতার জানান,”বৃহস্পতিবার সকালে পারিবারিক রাস্তায় টিউবওয়েলের পানি নিয়ে বিরোধের জেরে হাসপাতালের ভেতরে আবদুল আজিজের নেতৃত্বে ২য় দফায় আক্রমণ হয়।”
আহতদের স্বজনরা এ ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতের পরিবার।
এ ব্যাপারে বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ.ন.ম শহীন উদ্দীন ছোটন এ ঘটনার নিন্দা জানিয়ে অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
তিনি বলেন, “এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ আরমান হোসেইন জানিয়েছেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই হামলার ঘটনাটি কুতুবদিয়ার মানুষকে আতঙ্কিত করেছে। হাসপাতালের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাধারণ রোগীরা।
সচেতন মহল বলছেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হাসপাতালে ভর্তি রোগীর উপর এমন সন্ত্রাসী হামলা নেক্কারজনক ঘটনা।
এ ধরনের সহিংস ঘটনা প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে বলে মনে করেন তারা।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Posted ১১:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta