এম নজরুল ইসলাম,কুতুবদিয়া(৩১ মে) :: কুতুবদিয়ার কাছে গভীর সমুদ্রে বিকল হওয়া ডুবন্ত একটি নৌকা থেকে ২০ জেলেকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী। মঙ্গলবার ঘূর্ণিঝড় মোরার আঘাতের পর কুতুবদিয়ায় উদ্ধার অভিযানে যায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা খাদেম। অভিযানকালে এই ২০ জেলেকে উদ্ধার করেন নৌ-সদস্যরা। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে জেলেদের উদ্ধারের বিষয়টি জানায় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ঘুর্ণিঝড় ‘মোরা’ সেন্টমার্টিন-কক্সবাজার হয়ে চট্টগ্রাম অতিক্রম করে। এতে সেন্টমার্টিন, কক্সবাজার, টেকনাফ, কুতুবদিয়াসহ উপকূলীয় অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের পরপরই বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনীর ১৫টি জাহাজ, ১টি হেলিকপ্টার ও ১টি টহল বিমান কক্সবাজার, সেন্টমার্টিন্স, টেকনাফ, চট্টগ্রাম ও খুলনার উপকূলীয় অঞ্চলসহ গভীর সমুদ্রে ব্যাপক তল্লাশি কার্যক্রম শুরু করেছে। ৫টি গ্রুপে বিভক্ত হয়ে নৌবাহিনীর জাহাজসমূহ বাংলাদেশের পুরো সমুদ্রসীমায় একযোগে উদ্ধার অভিযান পরিচালনা করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আকাশ থেকে জেলেদের খুঁজে বের করার কাজে নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ১টি হেলিকপ্টার ও ১টি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। এছাড়া কক্সবাজার, সেন্টমার্টিন্স ও আশপাশের এলাকায় স্থানীয় প্রশাসনকে সহায়তা করার জন্য নৌবাহিনীর একাধিক কন্টিনজেন্ট নিয়োগ করা হয়েছে। তারা ক্ষতিগ্রস্তদের ত্রাণসহায়তাসহ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছে।
Posted ১২:৩৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Chy