এম.নজরুল ইসলাম,কুতুবদিয়া(১৬ জানুয়ারী) :: কুতুবদিয়ায় অবৈধ সার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা কৃষি অফিস।
১৬ জানুয়ারী (মঙ্গলবার) উপজেলার আলী আকবর ডেইল ও বড়ঘোপ ইউনিয়নে ভিন্ন ভিন্ন সময়ে এ অভিযান চালানো হয়।
এসময় অবৈধ সার বিক্রির দায়ে আলী আকবর ডেইল ইউনিয়নে ৪ জন এবং বড়ঘোপ ইউনিয়নে ১ জন অবৈধ সার বিক্রেতার নিকট থেকে দুই বস্তা সার জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন কুতুবদিয়া উপজেলা কৃষিকর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সার ইন্সপেক্টর আশিক জামিল। তাকে সহযোগিতা করেন কৃষি অফিসের এসএপিপিও গিয়াস উদ্দিন।
এ বিষয়ে উপজেলা কৃষিকর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিক জামিল বলেন, উপজেলা কৃষি অফিসের অনুমোদন ছাড়া সার বিক্রি করা অবৈধ। শুধুমাত্র কৃষি অফিস হতে নির্বাচিত ডিলারগনই সার বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে প্রতি ইউনিয়নে একজন ডিলার এবং প্রতি ওয়ার্ডে একজন করে সাব ডিলার রয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, ২০০৬ সালে সার আইনের ৯ এর ২ অনুযায়ী নির্ধারিত সার ডিলার ছাড়া অন্য কোন খুচরা বিক্রেতা সার বিক্রি করা দন্ডনীয় অপরাধ হিসেবে গন্য হবে। উক্ত অপরাধে দোষী সাব্যস্ত হলে দন্ডীত ব্যক্তির ৬ মাসের স্ব-শ্রম কারাদন্ড কিংবা ত্রিশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডীত হতে পারেন।
Posted ১০:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta