এম.নজরুল ইসলাম,কুতুবদিয়া(২১ আগস্ট) :: কক্সবাজারের কুতুবদিয়ায় দেশীয় তৈরি অস্ত্রসহ দুই জলদস্যুকে আটক করেছে কুতুবদিয়া থানা পুলিশ।
আটকৃত জলদস্যুরা হলো উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবুল কালাম প্রকাশ আবুর পুত্র আলী আকবর (২২) এবং একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড আশা হাজির পাড়ার ডাকাতি মামলার পলাতক আসামী আবু মুসার পুত্র পারভেজ (১৪)।
থানাসূত্রে জানা গেছে, সোমবার (২১আগস্ট) সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাতিঘর পাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুই জলদস্যুকে অস্ত্রসহ হাতেনাতে আটক করে পুলিশ।
এসময় পুলিশের উপস্থিতি ঠের পেয়ে ওই এলাকার কুখ্যাত ডাকাত মিজান, কামাল, আলী ফকির ডেইল এলাকার কালু, লেমশীখালীর জসিম, পেঁচার পাড়ার জসিমসহ আরো কয়েকজন জলদস্যু পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরী বন্দুক. তিনটি রামদা ও জলদস্যুদের ব্যবহৃত ৬টি মোবাইল সেট জব্দ করা হয়।
সাথে জলদস্যু কর্তৃক মুক্তিপণের জন্য অপহৃত দুই জেলে যথাক্রমে বাঁশখালী উপজেলার ছনুয়ার বাসিন্দা আবু সাদেক (৫৫) এবং একই উপজেলার বাংলা বাজার গ্রামের মুক্তাধর জলদাস (৩৫) কে উদ্ধার করে কুতুবদিয়া থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ।
জেলে সাদেক ও মুক্তাধর জলদাস পুলিশকে জানান, গত ২০ আগস্ট দিবাগত রাত দুইটার দিকে সাগরে (সাঁঙ্গ গ্যাস ফিল্ড এলাকায়) মাছ ধরা অবস্থায় অর্তকিত হামলা চালিয়ে মাছ ও মূল্যবান জিনিসপত্র লুটসহ তাদেরকে অপহরণ করে কুতুবদিয়া উপকূলের বাতিঘর পাড়া এলাকার একটি বাড়িতে বন্ধি করে রাখে।
পরে জলদস্যুরা মুক্তি পণ আদায়ের জন্য জেলেদ্বয়ের নৌকার মালিকের ব্যবহৃত মোবাইল নাম্বারে যোগাযোগ করে ৫০ হাজার টাকা দাবী করে। মালিকপক্ষ ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা একটি পারসোন্যাল বিকাশ নাম্বারে পাঠিয়ে দেয় বলে জানান জেলে সাদেক ও মুক্তাধর।
গোপনে খবরটি পেয়ে কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস বিচক্ষণতার পরিচয় দিয়ে জলদস্যুদের ব্যবহৃত মোবাইল নাম্বার ট্র্যাক করে ওই স্থানে অভিযান চালিয়ে জলদস্যুদের আটক করে।
এদিকে আটককৃত জলদস্যুদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, মুক্তিপণের জন্য সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের অপহরণ, মাছ ধরার নৌকা ডাকাতি করে মাছ ও অন্যান্য মূল্যবান মালামাল লুটকরাসহ, সাগর পথে ইয়াবা পাচারেরমত আরো অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছে পুলিশ।
এব্যপারে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি), মুহাম্মদ দিদারুল ফেরদৌস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে জলদস্যুদের অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রজু করা হয়েছে এবং পলাতক বাকি জলদস্যুদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
Posted ১১:০৭ অপরাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta