এম.নজরুল ইসলাম,কুতুবদিয়া(২৪ ডিসেম্বর) :: কুতুবদিয়ায় গাড়ি দূর্ঘটনায় আসমাঈন ইমতিয়াজ জারিফ (১০) এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
সে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ফ্লাইট লেঃ কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির মেধাবী ছাত্র এবং ফতেহ আলী সিকদার পাড়া গ্রামের মাস্টার জাহাঙ্গীরের এক মাত্র পুত্র সন্তান।
থানা সূত্রে জানা যায়, ২৪ ডিসেম্বর (রবিবার) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী ফকিরা মসজিদের পশ্চিম পার্শ্বে খড় বোঝাই একটি কাটা টেম্পু গাড়ি থেকে পড়ে গেলে জারিফের মাথা থেকে অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়। এলাকাবাসী ঘটনাস্থল থেকে জারিফকে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলার খবর পাওয়া যায়নি।
Posted ৯:৫৫ অপরাহ্ণ | রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta