এম নজরুল ইসলাম,কুতুবদিয়া(১ জুন) :: ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিতরনে ২ জুন শুক্রবার কুতুবদিয়া আসছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সফরে কেন্দ্রীয় যুবলীগ’র সাবেক সভাপতি ও আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, পাট ও বস্ত্রমন্ত্রী মির্জা আজম এমপি, যুবলীগ’র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম সহ কেন্দ্রীয় ছাত্রলীগ’র বেশ কয়েকজন নেতৃবৃন্দও আসবেন বলে জানা গেছে।
তারা উপজেলায় অধিক ক্ষতিগ্রস্থ ৩ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করবেন ।
প্রথমে তারা সকালে কুতুব শরীফ দরবার সংলগ্ন পূর্ব ধূরুং সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার উত্তর ধূরুং, দক্ষিণ ধূরুং ও লেমশীখালী ইউনিয়নের ১হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করবেন ।
পরে অলিকূল স¤্রাট শাহ আব্দুল মালেক আল-কুতুবী (রহ:)’র মাজার জিয়ারত শেষে বাদে জুমা কুতুবদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলী আকবর ডেইল, বড়ঘোপ ও কৈয়ারবিল ইউনিয়নের ২ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছেন ।
এদিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কক্সবাজার জেলা যুবলীগ’র সভাপতি খোরশেদ আলম, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মাবু, সহ বিভিন্ন নেতৃবৃন্দ আগমন করবেন বলেও জানান সূত্রটি ।
এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এ ব্যাপারে উপজেলা যুবলীগ’র আহবায়ক আবু জাফর সিদ্দিকী জানান, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে অবহেলিত কুতুবদিয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন কোন রাজনৈতিক সফর না হলেও অসহায়, দরিদ্র জনগোষ্টির পাশে দাঁড়ানোর খবরে উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সর্বস্থরের মানুষের মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে ।
এ উপলক্ষে মূল সংগঠনের পাশাপাশি যুবলীগ’র পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে ।
তিনি আরো বলেন, সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (১লা জুন) সংগঠনের উদ্যোগে উপজেলার ৬ ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দের নিয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।
সভায় বাদ জুমা কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের সংক্ষিপ্ত সমাবেশে যোগদান সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন আহবায়ক সেলিম উদ্দিন লিটন, আরিফুল ইসলাম আরিফ, উপজেলা যুবলীগ’র সদস্য ডা. কাইমুল হুদা, কামাল উদ্দিন, শামসুল কাদের সিদ্দিকী, সিরাজুল ইসলাম লেদু, কাইমুল হুদা বাদশাহ,মাষ্টার জাকারিয়া, আমানুল্লাহ, এড. রাসেল, উত্তর ইউনিয়ন যুবলীগ’র আহবায়ক শওকত ওসমান , যুগ্ন আহবায়ক জুনাইদুল হক, মইনুল ইসলাম, লেমশীখালী ইউনিয়ন যুবলীগ’র আহবায়ক ফরিদ, যুগ্ন আহবায়ক ইয়াছিন, দক্ষিন ধূরুং ইউনিয়ন যুবলীগ’র আহবায়ক মুহাম্মদ হোসাইন, যুগ্ন আবু ওমর, দিদার, কৈয়ারবিল ইউনিয়ন যুবলীগ’র সাবেক আহবায়ক মির কাশেম প্রমূখ ।
Posted ১২:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta