বিশেষ প্রতিবেদক,কুতুবদিয়া(১৮ জুন) :: রমজানের পবিত্রতা নষ্ট করে মাতাল হয়ে রাস্তায় গালিগালাজ করার সময় কুতুবদিয়ার চিহ্নিত এক মাদকসেবীকে গণধোলাই দিয়েছে জনতা। ১৭ জুন (শনিবার) উপজেলার মুরালিয়া এলাকায় ঘটেছে এ ঘটনা।
এলাকাবাসি সূত্রে জানাযায়, এদিন বিকেলে বড়ঘোপ মুরালিয়া এলাকার চিহ্নিত মাদকসেবী শাকের উল্লাহ মাতাল হয়ে রাস্তায় গালিগালাজ করতে থাকলে পথচারীরা প্রথমে তাকে বারণ করে। তাতে সে ক্ষিপ্ত হয়ে আরো বেপরোয়া হয়ে ওঠলে এলাকাবসী তাকে গণধোলাই দেয়।
এলাকার জকির আলম,আকতার আলম, শাহ আলম,নুরুল হক,আতিক,রুপিয়া, খোরশেদ,মকবুল,পারভেজ বোরহান, শাহিন,ফজলসহ আরো অনেকই জানান, মাদকসেবী শাকের উল্লাহর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।
এ মাদকসেবীর কারনে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। ধ্বংস হচ্ছে এলাকার যুবক ছেলেদের চরিত্র। তার অত্যাচার থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকার সচেতনমহল।
জানাযায় শাকের উল্লাহ ও এলাকার মৃত ইজ্জত আলীর ছেলে। তার বিরুদ্ধে কুতুবদিয়া থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। সে একজন চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী।
Posted ২:৫৭ অপরাহ্ণ | রবিবার, ১৮ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta