এম.নজরুল ইসলাম,কুতুবদিয়া(১৬ জানুয়ারী) :: জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা কুতুবদিয়া চৌকি আদালত লিগ্যাল এইড অফিস উদ্বোধন করা হয়েছে।
১৬ জানুয়ারী বিকাল ৪টার দিকে কুতুবদিয়া চৌকি আদালতের চেয়ারম্যান ও কুতুবদিয়া আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল হক লিগ্যাল এইড অফিসটির শুভ উদ্বোধন করেন।
কুতুবদিয়া চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও কুতুবদিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ফিরোজ আহমদ এর সঞ্চালনায় অনুষ্টিত শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুতুবদিয়া আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কামাল উদ্দিন আহমদ, পাবলিক প্রসিকিউটর এডভোকেট জিল্লুল করিম, এডভোকেট আতাউর রহমান,কুতুবদিয়া আদালতের বেঞ্চ সহকারী আমান উল্লাহ আমানসহ বিচারপ্রার্থী মক্কেলগন।
অনুষ্টানে বক্তারা বলেন, কুতুবদিয়ায় অসহায়,সহায় সম্বলহীন নানাবিধ আর্থসামাজিক কারনে অসমর্থ বিচারপ্রার্থী জনগনকে আইনী সহায়তা প্রদানের জন্য প্রতি রবিবার হতে বৃহষ্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির কার্যালয় চালু থাকবে।
Posted ৮:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta