এম.নজরুল ইসলাম,কুতুবদিয়া(২৪ আগস্ট) :: কক্সবাজারের কুতুবদিয়ায় জলদস্যুসহ তিন পলাতক আসামীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলো উত্তর ধুরুং ইউনিয়নের আকবরবলী পাড়া গ্রামের মৃত হোছন আলীর ছেলে আবদুর রহিম (৪৭) প্রকাশ রইক্যা,ফুটার পাড়া গ্রামের আবদু শুক্কুরের ছেলে বেলাল হোসেন (২৫) এবং একই ইউনিয়নের কালামার পাড়ার সোলতান আহমদের ছেলে জাকির হোসেন (২৬)।
বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযানের মাধ্যমে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ দিদারুল ফেরদৌস।
Posted ৯:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta