এম.নজরুল ইসলাম,কুতুবদিয়া(২ জানুয়ারী) :: কুতুবদিয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। “নারী পুরুষ নির্বিশেষ, সমাজসেবায় গড়বো দেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফির্সাস ক্লাব চত্বরে এসে সমাপ্ত হয়।
দিবসটি উপলক্ষ্যে অফিসার্স ক্লাব হল রুমে সকাল ১০টায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ এমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ দিদারুল ফেরদাউস, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর। সভায় উপস্থিত ছিলেন কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান জালাল আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম লালা, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ মহসীন, সমবায় কর্মকর্তা কামাল পাশা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ অসীম বরণ সেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, প্রভাষক আবুল কালাম আযাদ, প্রভাষক নজরুল ইসলাম, রেঞ্জ কর্মকর্তা অসিত কুমার, আনসার ভিডিপি কর্মকর্তা ধন চরণ নাথ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুপানন্দ বড়–য়া ও মুহাম্মদ হাসান মুরাদ প্রমূখসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক ও নানা পেশাজীবীর মানুষ।
আলোচনা সভা শেষে উপজেলায় বিভিন্ন পর্যায়ে সামাজিক নিরাপত্তা ব্যাষ্টনির আওতায় সমাজসেবায় অবদান রাখায় বিভিন্ন সরকারি দপ্তর ও এনজিও প্রতিনিধিদের সম্মাননা সরূপ সনদ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির চেক,পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ,বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়।
Posted ১১:৩৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta