এম.নজরুল ইসলাম,কুতুবদিয়া(২৭ ডিসেম্বর) :: কক্সবাজারের কুতুবদিয়ায় তরুন আলো’র স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিদের (স্টেকহোল্ডার) নিয়ে ২৭ ডিসেম্বর সকাল ১১টায় এক আলোচনা সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রজব আলী,সমবায় কর্মকর্তা কামাল পাশা, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওমর ফারুক, বঙ্গবন্ধু পরিষদ কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি শফিউল আলম,কুতুবদিয়া কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ নুরুচ্ছফা, কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক সাংবাদিক এম.নজরুল ইসলাম, কুতুবদিয়া কলেজের প্রভাষক ইসতেহাদুল ইসলাম,কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক মাস্টার মোঃ ইউনুছ,ছমদিয়া আলিম মাদ্রাসার সুপার, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম,আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কমল কান্তি, মাস্টার জাকারিয়া,মাহফুজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাধান ও সহকারী শিক্ষকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, কুতুবদিয়ায় স্কুল-কলেজ,মাদ্রাসা ও কমিউনিটি তিনটি পর্যায়ে উগ্রবাদ,জঙ্গীবাদ ও সহিংসতা দমনে কাজ করে যাচ্ছে কোস্ট ট্রাস্ট পরিচালিত ‘তরুন আলো’।
শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ থেকে শুরু করে বির্তক প্রতিযোগিতা,উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন কো-কারিকুলাম এর মাধ্যমে অগ্রসর হচ্ছে শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাচ্ছে প্রকল্পটি। গতএক বছর কাজ করে তরুন আলো প্রকল্প তুলনামূলক সফলতা পেয়েছে বলে প্রকল্পের প্রসংশা করেন বক্তারা। সভায় আগামী বছরের রোড ম্যাপও প্রকাশ করেন উপস্থাপক।
অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন প্রকল্পের মাঠ কর্মকর্তা মাহবুব আলম ও মোঃ রশীদ।
Posted ৯:২৬ অপরাহ্ণ | বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta