এম.নজরুল ইসলাম, কুতুবদিয়া(২৩ মে) :: কুতুবদিয়ার উত্তর ধুরুং ও বড়ঘোপ ইউনিয়নে পানিতে ডুবেছে দুই শিশু। তার মধ্যে উত্তর ধুরুং ইউনিয়নের মগলাল পাড়ার নুরুল হুদার শিশু কন্যা সাবরিন কে (২) মৃত ঘোষণা করেছে চিকিৎসক।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয় বরে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
অন্যদিকে একই দিন মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়ন বড়ঘোপ মিয়ার পাড়া এলাকায় বাড়ির পাশের পুকুরে তলিয়ে যায় আব্দু শুক্কুরের শিশু কন্যা তাসকিয়া (৮)। তার অবস্থা আশংকাজন বলে জানাগেছে।
কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় অক্সিজেনের সরবরাহ না থাকায় শিশুটিকে স্থানীয় রোমাই পাড়ায় গণস্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা ) তার অবস্থা আশংকাজনক ছিল ।
Posted ৮:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta