নজরুল ইসলাম,কুতুবদিয়া(২ জুলাই) :: কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা দিন দিন বেড়েই চলেছে। হয়েছে।গত এক সপ্তাহের ব্যবধানে দুই শিশুর মৃত্যূ হয়েছে।
রবিবার উপজেলার দক্ষিণ ধূরুং গ্রামে পুকুরে ডুবে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্র জানা যায়, রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে ওই পাড়ায় নানার বাড়িতে বেড়াতে আসা চকরিয়ার মো. আনছারের শিশু কন্যা তাইফা আক্তার (২) সবার অজান্তে পাশের পুকুরে ডুবে যায়।
পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাইফাকে মৃত বলে জানান।শিশু মৃত্যূর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Posted ১২:২৮ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta