বিশেষ প্রতিবেদক,কুতুবদিয়া(৭ জুলাই) :: কুতুবদিয়ায় প্রতিবেশীর সৌর বিদ্যুৎ এ মোবাইল চার্জ দেয়া নিয়ে মারামারির ঘটনায় জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে । জাহাঙ্গীর ওই গ্রামেরর হামিদুর রহমানে ছেলে। তাকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
(শুক্রবার) সন্ধ্যা ৬টায় উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মফজল পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
খবর নিয়ে জানাযায়, দুই মাস আগে প্রতিবেশী কবির আহমদের পুত্র তালেব আলীর কন্যা কামরুন নাহার (১৪) তাদের বাড়িতে ব্যবহৃত একটি মোবাইল সেট চার্জে দেয়ার জন্য জাহাঙ্গীরেরর কন্যা তাসমিনকে (১২) বাড়িতে এসে দিয়ে যায়। সেদিন আকাশ মেঘলা থাকার কারনে মোবাইলে চার্জ না হওয়ায় মোবাইলটি কামরুন নাহারকে দিতে যায় তাসমিন। তখন দু’জনের দুষ্টুমীর ফাঁকে মোবাইলটি পানিতে পড়ে গেলে সেটি নষ্ট হয়ে যায়।
সেই ঘটনার জের ধরে ৬ জুলাই ( শুক্রবার) বিকালে উভয় পরিবারের মধ্যে ঝগড়া হয়। পরে এদিন সন্ধ্যা ৬টায় জাহাঙ্গীরকে কেরানি মসজিদ পাড়ে একা পেয়ে লোহার রড় দিয়ে উপর্যপুরি আঘাত করে মাথা ফাটিয়ে দেয় তালেব আলী। এঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আহত জাহাঙ্গীরের পরিবার।
Posted ১০:৩৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta